
মহান বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের শহীদটিলাস্থ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এর আগে প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম. এ ওমর, সিলেট ২১ এর স্টাফ রিপোর্টার সরওয়ার খান, সংবাদকর্মী বাইজিদ আহমদ প্রমুখ।
পরবর্তীতে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন প্রদত্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।